Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ২১:২৮


ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ২দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

কর্মসূচীর অংশ হিসেবে ১ম দিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২য় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রফেসর ড. আনোয়ারুল হক এর সভাপতিত্বে এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এছাড়াও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন।
 

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. হারুন উর-রশিদ-আসাকারী বলেন, “আমরাও পিছিয়ে থাকবোনা তোমরাও পিছিয়ে থাকবেনা, তার কারণ ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর এইদিন গুলিতে মহান স্বাধীনতা ও বিজয়ের বহি:প্রকাশ ঘটেছিল; কিন্তু আমি বলব এগুলোর অঙ্কুরোধগম ঘটেছিল ১৯২০ সালের আজকের এই দিনে, যার জন্ম না হলে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেতাম না।

ভিসি আরও বলেন, শিশুদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।”

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ ও জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

 

ঢাকা, ১৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ