Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ভর্তি পরীক্ষার ফল : কথিত শীর্ষ ১০ মেধাবীর চান্স মেলেনি!

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ০৩:১৭


ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত এফ ইউনিটের দ্বিতীয় বারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে এবার আর চান্স পাননি কথিত সেই মেধাবীরা।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে গতবারের ফলাফলের সাথে বেশ কিছু অসামাঞ্জস্য দেখা গেছে। প্রশ্নফাঁসের মাধ্যমে চান্সপ্রাপ্ত প্রথম থেকে শীর্ষ ১০জনের কারোরই চান্স হয়নি। এদের মধ্যে ৫জন অকৃতকার্য হয়েছে। বাকী ৫জন পাস করলেও মেধা তালিকাতে তাদের স্থান হয়নি।

এফ ইউনিটের ভর্তি কমিটির সদস্য প্রফেসর ড. তপন কুমার জানান, মোট ১১১৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে শর্তপূরণ করে পাশ করেছে ৬৭৮জন। 


ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী সাংবাদিকদের জানান, দুইটি পরীক্ষার ফলাফলে বেশকিছু পার্থক্য পরিলক্ষিত হয়েছে গতবারের ফলাফলে মেধাতালিকায় থাকা প্রথম দশজনের মধ্যে কেউই চান্স পাইনি। গতবারের মেধাতালিকায় প্রথম স্থানে থাকা শিক্ষার্থী এবার হয়েছে ৪১৫তম।

 

দ্বিতীয় স্থানে থাকা শিক্ষার্থী ৪৭৮তম এবং তৃতীয় স্থানে থাকা শিক্ষার্থী ৫৮৩ তম হয়েছেন, যারা কেউই মেধা এবং অপেক্ষমাণ তালিকায় নেই। প্রথমবারের পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রথম দশজনের মধ্যে এবারের পরীক্ষায় ৫জন অকৃতকার্য হয়েছে। বাকি ৫জন কৃতকার্য হলেও তারা মেধা এবং অপেক্ষমাণ তালিকায় স্থান পাননি।


উল্লেখ্য, ১ থেকে ১০০ পর্যন্ত মেধাতালিকা এবং ১০১ থেকে ২০০ পর্যন্ত অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভূক্ত এফ ইউনিট দুইটি বিভাগে (গণিত এবং পরিসংখ্যান) মোট ১০০টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।

 

ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ