Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে প্রশ্নপত্র ফাঁস: ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৭, ০০:১২


ইবি লাইভ: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মার্চ) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


শুনানী শেষে তিনি বলেন, ইবির ‘চ’ ইউনিট (গণিত ও পরিসংখ্যান) এর ভর্তি পরীক্ষা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে বাতিলের সিদ্ধান্তের আগেই ওই দুটি বিভাগে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।


পরবর্তীতে ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত ৮৮ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। আদালত সেসব শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছে। তাছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের অবস্থান কি হবে, তা চূড়ান্ত আদেশে জানা যাবে।

 

ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ