Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি’র ‘এফ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের সঙ্গে ছাত্রলীগ জড়িত!

প্রকাশিত: ৫ মার্চ ২০১৭, ০২:৪২

 

মাহমুদ জুয়েল, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত শেষে শনিবার দুপুরে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নিকট জমা দেয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন তদন্ত কমিটি।

একইসাথে প্রশ্নপত্র ফাঁস এবং ফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কমিটির একজন সদস্য। জড়িতরা সকলে ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানিয়েছেন। বলেছেন এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিস্তারিত বলা হয়েছে। এখন তারাই দেখবেন বিষয়টি।

তবে এবিষয়ে এখনই বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উচ্চ পর্যায়ের কয়েক নেতা, বিশ্ববিদ্যালয় কর্মচারি ও স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা জড়িত বলে অভিযোগ উঠেছিল শুরু থেকেই।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েক নেতা বলেন,‘এত বড় একটা ঘটনা শিক্ষকদের সংশ্লিষ্টতা ছাড়া সম্ভব নয়। ওই ইউনিটে দায়ীত্বপালনকারী শিক্ষকদেরও এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে। প্রশাসনের এটা দেখা উচিৎ।’

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই এ ইউনিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন গনিত বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা কামালকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়া।

এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল ক্যাম্পাসলাইভকে বলেন, ‘নিরপেক্ষ ও পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছি। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট প্রতিবেদন জমা দিয়েছি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা করণীয় তারা তা করবেন।’

বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ক্যাম্পাসলাইভকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক আগামী ৬ মার্চ সিন্ডিকেটে বিষয়টি নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

তবে ভিন্ন একটি সূত্র জানিয়েছে ফাঁসের সঙ্গে জড়িতরা ইতোমধ্যে তদবীর শুরু করেছেন। তারা প্রভাব খাটিয়ে ধামাচাপা দেয়ারও চেষ্ঠা করছেন বলে জানাগেছে।

 

ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ