Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাতক্ষীরা কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২ মার্চ ২০১৭, ০২:২৯



 

সাতক্ষীরা লাইভ: জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে নিজস্ব সংস্কৃতিকে লালন করতে হবে। এমনটি দাবী তুলেছেন বক্তারা। সাতক্ষীরা’র ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০১৬ উদ্বোধনী এই দাবী জানান তারা।

বুধবার (১লা মার্চ) সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে প্রিন্সিপাল প্রফেসর লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

এসময় তিনি বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতি সমাজের অবিচ্ছেদ্য অংশ। সাহিত্য সাংস্কৃতির উন্নয়ন ছাড়া কোনো জাতিই সামনের দিকে এগোতে পারে না। জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে নিজস্ব সংস্কৃতিকে লালন করতে হবে।

খেলাধুলা ও সংস্কৃতি শরীর ও মনন গঠনে অপরিহার্য। প্রতিযোগিতা মানুষের মধ্যে ভালো কাজের আগ্রহ ও উৎসাহ হিসেবে কাজ করে। আগ্রহ ও উৎসাহ থাকলে জীবনে সফল হওয়া যায়। প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে হলে সঠিক পদ্ধতিতে নিজেকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দীনবন্ধু দেবনাথ, শিক্ষক পর্ষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ।

সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন কমিটির আহবায়ক সহযোগি অধ্যাপক আমানুল্লাহ আল হাদী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের রাজু প্রমুখ।

উল্লেখ্য,সাতক্ষীরা সরকারি কলেজের এ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

উল্লেযোগ্য ইভেন্টগুলো হলো কবিতা আবৃত্তি, হামদ্, নাত, সঙ্গীত, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা, কৌতুক, রচনা প্রতিযোগিতা, অভিনয় ও সাধারণ জ্ঞান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসিসট্যান্ট প্রফেসর গাউছার রেজা।

 

ঢাকা, ০১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ