Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যবিপ্রবিতে নিয়োগ নিয়ে আপত্তি, রিজেন্ট বোর্ডের সভা মুলতবি

প্রকাশিত: ১ মার্চ ২০১৭, ০৭:১১


যশোর লাইভ : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির শেষ সময়ে নিয়োগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।  এঅবস্থায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৩৮তম সভা মুলতবি করে দেয়া হয়েছে। মঙ্গলবার ওই সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর নিয়োগ নিয়ে আপত্তি তোলায় সভা মুলতবি করে দেয়া হয়।

এর আগে সকালে ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় দুই শতাধিক এজেন্ডা উপস্থাপন করা হয়। এরমধ্যে ৫টি এজেন্ডার সিদ্ধান্ত দেওয়ার পর সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামি ৮ মার্চ ঢাকায় ফারইস্ট ইউনিভার্সিটিতে রিজেন্ট বোর্ডের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, যবিপ্রবি ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। তার মেয়াদের শেষ সময়ে তিনি অনেক শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। এসব নিয়োগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নিয়োগের অনুমোদনের জন্য রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করা হলে এনিে প্রশ্ন তোলেন রিজেন্ট বোর্ডের সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবীর হোসেন। এসময় তার প্রশ্নের সঙ্গে বোর্ডের অনেক সদস্য একমত হন। এক পর্যায়ে বোর্ডের সভা মুলতবি করা হয়।

ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার বলেন, সভায় প্রমোশন সংক্রান্ত ৫টি এজেন্ডার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাকীগুলো সম্পন্ন করতে অনেক সময় প্রয়োজন। রিজেন্ট বোর্ডের সদস্যরা ক্লান্ত হয়ে যাওয়ায় সভা মুলতবি করা হয়েছে। বোর্ডের সভায় দুই শতাধিক এজেন্ডা উপস্থাপন করা হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি।

রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম শাহী আলম, যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসাল্টেন্ট (কার্ডিওলজিস্ট) প্রফেসর ড. মোঃ আব্দুর রশীদ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিরাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, যবিপ্রবির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইকবল কবীর জাহিদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়াউল আমিন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা প্রমুখ।



ঢাকা, ০১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ