Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ৩ দিনব্যাপী ‘চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল’

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৭, ০০:৪৯

ইবি লাইভ: মানুষ মানুষের জন্যে,

জীবন জীবনের জন্যে-
একটু সহানুভূতি কি-
মানুষ পেতে পারে না?
ও বন্ধু,
সম্ভবত এই গানের মর্মবানি হৃদয়ে ধারণ করেই হয়ত এই আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। ওই বিশ্ববিদালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সালমান শাহাদাতের চিকিৎসার আর্থিক সহযোগিতায় তিন দিনব্যাপী ‘চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ইবিচস) আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান চলচ্চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন।

জানাগেছে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান শাহাদাত দুরারোগ্য ‘ব্লাড ক্যান্সারে’ আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। এখন তিনি ভারতের মুম্বাই শহরের টাটা হস্পিটালে চিকিৎসাধীন রয়েছে।

সালমানের চিকিৎসার আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ইবিচস) তিন দিনব্যাপী ‘চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল’এর আয়োজন করে। আগামী ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত ৬টি দেশের ৬টি বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্র উৎসব থেকে প্রাপ্ত অর্থ সালমানের চিকিৎসায় ব্যয় করা হবে বলে চলচ্চিত্র সংসদ জানায়।

চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম কুমার শুভ কাম্পাসলাইভকে বলেন, ‘সালমান শাহাদাতের চিকিৎসার অভাবে যেন তাকে হারাতে না হয় এই জন্যই চলচ্চিত্র সংসদের একটি ক্ষুদ্র আয়োজন।

তার চিকিৎসায় সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ