Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ভর্তি আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত: ১৩ অক্টোবার ২০১৬, ২১:১৩

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সুযোগ শেষ হচ্ছে আগামী ২০ অক্টোবর রাত ১২টায়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, এবারের ভর্তি ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ২০ অক্টোবর রাত ১২টায় শেষ হবে। এক হাজার ৬৯৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে। সফলভাবে আবেদনকারী শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে  http://iu.teletalk.com.bd ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। বিশেষ কোটায় ভর্তি প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর ফরম সংগ্রহের বিষয়টি জানিয়ে দেয়া হবে। এক্ষেত্রে ঐসব শিক্ষার্থীদেরকে অবশ্যই নির্ধারিত ফি ২৫০ টাকা অগ্রণী ব্যাংকে ইবি শাখায় জমাদান সাপেক্ষে ফরম সংগ্রহ করতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd. থেকে ভর্তি বিষয়ক যাবতীয় তথ্য জানা যাবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৫-১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা, ১৩ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ