Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

খুবিতে ডিসিপ্লিনে কারিকুলা উন্নয়ন শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ৪ অক্টোবার ২০১৬, ০২:৪৪

খুবি লাইভ: আজ সোমবার বেলা ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে কারিকুলা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান বিশ্বমানে উন্নীত করতে নানামুখি উদ্যোগ ও কার্যক্রম শুরু হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংক্রান্ত কার্যক্রম আগের তুলনায় অনেক বেড়েছে।

এরই ধারাবাহিকতায় উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি হয়েছে। কারিকুলা উন্নয়ন সংক্রান্ত বিষয় এ কর্মশালা তারই অংশ বিশেষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মতিউল ইসলাম। কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৩ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ