Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুয়েটে খাবার বিতরণ নিয়ে সংঘর্ষে জড়াল ছাত্রলীগ

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৬, ০৯:০২

খুলনা লাইভ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খাবার বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্র আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতে শেরে বাংলা ছাত্র হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ওসি আশরাফুল হক জানান, কুয়েটের শেরে বাংলা ছাত্র হলে খাবার বিতরণকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে গোলমাল শুরু হয়। রাতে ভেতরে বিচার কাজ চলছিল। তারা সেখানে যেতে চাইলে ভিসির অনুমতি না পাওয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি বাইরের কোনও লোকজনকে ভেতরে যেতে দেওয়া হয়নি।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার হট্টগোল শুরু হয়। এসময় ছাত্রলীগের দুই শিক্ষার্থীর ওপর প্রতিপক্ষের কয়েকজন অতর্কিত হামলা চালায়। এরপর কয়েকজন দৌঁড়ে পালিয়ে ক্যাম্পাসের বাইরে চলে যায়।
এঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

 

ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ