Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে “উপাচার্য স্বর্ণপদক” চালু

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০১৮, ২৩:৩৮

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুণী শিক্ষকদের সম্মানিত করতে চালু হয়েছে “উপাচার্য স্বর্ণপদক”। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১১৫ তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি পাশ হয়। এর ফলে প্রতিবছর ৮ টি অনুষদের অধীনে ৮ জন্য শিক্ষককে এ পদক দেওয়া হবে।

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এ পদক দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি গবেষণার দিক থেকে অনেক পিছিয়ে আছে। ফলে আমরা শিক্ষকদেরকে গবেষণা সহ একাডেমিক কার্যাবলীতে আরো বেশি উৎসাহিত করার জন্য এ পদক করেছি।

তিনি আরো বলেন, তিনটি বিষয় বিবেচনায় এ পদক দেওয়া হবে। তার মধ্যে রয়েছে গবেষণা, শ্রেণীকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের মেন্টরিংয়ের দক্ষতা। এর জন্য আগামী শনিবার একটি জুরি কমিটি আমরা গঠন করবো।

অতি শীঘ্রই একটি নীতিমালা প্রনয়ণ করা হবে। আশা করি এর মাধ্যমে শিক্ষকদের মাঝে উৎসাহ ও বন্ধুত্বসুলভ প্রতিযোগিতা শুরু হবে।

এসময় তিনি, বিষয়টি আগামী ২৪৩ তম সিন্ডিকেটে অবিকৃতভাবে পাশ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


ঢাকা, ১৬ নভম্বের (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ