Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে দূর্গাপূজা উপলক্ষ্যে ছুটি

প্রকাশিত: ১৭ অক্টোবার ২০১৮, ০১:৩৮

ইবি লাইভ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস প্রধান মো: আতাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার, ১৭ অক্টোবর থেকে শুরু হবে এই ছুটি। যা চলবে আগামী রবিবার, ২১ অক্টোবর পর্যন্ত। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস প্রধান মো: আতাউল হক ক্যাম্পাসলাইভকে বলেন, "বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।"

এ দিকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার শাহেদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ শুভেচ্ছা জানান ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. এম শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সকল ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। সকল ধর্মই শান্তি ও মানব কল্যাণের কথা বলে। ধর্ম যার-যার, উৎসব সবার। দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দূর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে এটাই প্রত্যাশা।

 


ঢাকা, ১৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ