Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যবিপ্রবির সঙ্গে চীনের হেনান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

প্রকাশিত: ১০ অক্টোবার ২০১৮, ০৩:৩৫

যবিপ্রবি লাইভ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে গণচীনের হেনান বিশ্ববিদ্যালয় এবং ফিনল্যান্ডের ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউটের মধ্যে একটি যৌথ সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকে সই করেন যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন। হেনান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জুনজিয়ান সুন।

সম্প্রতি গণচীনের হেনান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. সুন এবং যবিপ্রবি ক্যাম্পাসে ড. আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্ততা করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো: জাভেদ হোসেন খান।

এই সমঝোতা স্মারকের লক্ষ্য হচ্ছে যৌথ সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তথ্য ও প্রযুক্তি আদান-প্রদান, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষকদের বিনিময় কর্মসূচি (একচেঞ্জ প্রোগ্রাম) ও অন্যান্য সাধারণ সুবিধাদি প্রদান করা।

জানা গেছে, সমঝোতা স্মারক সইয়ের তারিখ হতে উভয় বিশ্ববিদ্যালয় আগামী পাঁচ বছর বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে আবেদন করতে পারবে এবং গবেষণালব্ধ ফলাফল আন্তর্জাতিক সাময়িকীতে যৌথভাবে প্রকাশ করবে।

 


ঢাকা, ০৯ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ