Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

খুবিতে আন্ত:ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় এমসিজের জয়

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০১৮, ০৭:৩২

খুবি লাইভ: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) আন্ত:ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগীতায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের বিপক্ষে জয় লাভ করছে।

খেলার স্কোর এমসিজে ১/৪, পদার্থ বিজ্ঞান ১/৩। শুক্রবার নির্ধারিত সময় ম্যাচটি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টে এবার প্রথমবারের মত এমসিজে ডিসিপ্লিন অংশগ্রহণ করে। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু হলো টুর্নামেন্ট।

খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে পদার্থ বিজ্ঞানকে ডিসিপ্লিনকে গোল দেয় এমসিজে ডিসিপ্লিন। জবাবে ১০ মিনিটের ব্যাবধানে পাল্টা গোল দেয় পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় খেলাটি টাই ব্রেকারে গড়ায়।

টাই ব্রেকারে খায়রুল বাশারের নৈপুণ্যে ৪-৩ ব্যাবধানে জয় পায় এমসিজে ডিসিপ্লিন। এদিকে প্রথমবারের মত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেই বিজয়ী হওয়ায় খেলা শেষে বাধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

তারা জরের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের সাথে জয়ের উল্লাসে মেতে উঠেন এমসিজে ডিসিপ্লিনের শিক্ষকগণ।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় ৮টি গ্রুপে বিভিন্ন ডিসিপ্লিনের ২৭টি দল অংশগ্রহণ করবে। আগামী ২৪ অক্টোবর ২০১৮ খ্রি. তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।


ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ