Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিনা নোটিশে দিনভর বিদ্যুৎহীন ইবি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বার ২০১৮, ০১:০২

ইবি লাইভ: নোটিশ ছাড়ায় বিদ্যুৎহীন অবস্থায় কার্যত অচল হয়ে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। টানা ১১ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিশেষত আবাসিক হলের শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। দীর্ঘদিনের পুরানো ট্রান্সফর্মার সরিয়ে নতুন ট্রান্সফর্মার লাগানোর কারণে এ ঘটনা ঘটে। এনিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়া প্রশাসনের নিস্কৃয়তাকেও দায়ী করেছেন অনেকেই।

জানা যায়, শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬ টা (প্রতিবেদকের রিপোর্ট লেখা পর্যন্ত) টানা ১১ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ক্যাম্পাস। অথচ পূর্বে এ বিষয়ে কোন নোটিশ প্রদান করেনি কর্তৃপক্ষ। ফলে বিদ্যুৎহীনতায় সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাচ্ছে আবাসিক হলসমূহের শিক্ষার্থীরা।

শরতের তীব্র তাপদাহে জীবন প্রায় অতিষ্ঠ। চারিদিকের ভ্যাবসা গরমে জীবনযাত্রা দূর্বিষহ। তার মাঝে আবার দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কবলে বিশ্ববিদ্যালয়টি। সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী সায়মন বলেন, নোটিশ ছাড়ায় দীর্ঘ সময়ে বিদ্যুৎ না থাকায় অনলাইনের প্রয়োজনীয় কাজ করতে পারিনি। প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে পারিনি। ট্যাঙ্কিতে পানি না পাওয়ায় আজ গোসল ছাড়ায় জুম্মার নামাজে গেছি।

এদিকে দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী আফিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের মধ্যে ডায়নিংয়ে দুপুরের খাবার খেয়েছি। আবার ট্যাঙ্কিতে পানি না থাকার ফলে কাপড়-চোপড় পরিস্কারও করতে পারিনি।

এবিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড.আহসান-উল-আম্বিয়া ক্যাস্পাসলাইভকে বলেন, আমি বিষয়টি জানতাম না। কিছুক্ষণ আগে জানতে পারলাম।একই কথা বললেন দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান।

প্রধান প্রকৌশল (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান টুটুল ক্যাস্পাসলাইভকে জানান,আবাসিক হলগুলোতে যে টান্সফর্মারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তা দীর্ঘদিনের পুরাতন ছিল। আজ সকাল হতে নতুন টান্সফর্মার লাগানো শুরু হয়।

আশা করি খুব শীঘ্রই শিক্ষার্থীরা বিদ্যুৎ সুবিধা পাবে।


ঢাকা, ০৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ