Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে সিন্ডিকেট সভায় নিয়োগ পেলেন ৩৭ শিক্ষক

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ০২:১৪

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪১তম সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগে ৩৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি সেলে তিনজন কর্মকর্তার নিয়োগের অনুমোদন দেওয়া হয়। শনিবার বেলা ১১টায় সিন্ডিকেট সভায় নিয়োগের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিসি আরো জানান, সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সভায় নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত প্রার্থীদের অনুমোদন, একনেক ও শিক্ষা মন্ত্রণালয়ে পাস হওয়া ৫০০ কোটি টাকার মেগা প্রজেক্ট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাস হওয়া অর্গানোগ্রাম পর্যালোচনা উল্লেখযোগ্য।

জানা গেছে, সিন্ডকেট সভায় ১০টি বিভাগে ৩৭ জন শিক্ষক চূড়ান্ত অনুমোদন পায়। এর মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন, ফোকলোর স্টাডিজ বিভাগে তিনটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে তিনজন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (আইসিই) বিভাগে দুইটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে দুইজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীত চারজন, ফার্মেসি বিভাগে শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন শিক্ষক নিয়োগ অনুমোদন দেওয় সিন্ডিকেট।

ওই সিন্ডিকেট সভায় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন, হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগে চারটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে চারজন এবং আইসিটি সেলে তিনটি শূন্য পদের (লেকচারার) বিপরীতে তিনজন কর্মকর্তার নিয়োগ অনুমোদন দেন।

 

 

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ