Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নারী উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়: বার্ণিকাট

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৬, ২১:১৫



 

এনইউবিটি লাইভ: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্ণিকাট বলেছেন, ‌'নারীর উন্নয়ন ছাড়া একটি জাতির সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। কারণ জাতির অর্ধেক নারী আর অর্ধের নারীকে ছাড়া কিভাবে জাতীর উন্নয় সম্ভব হবে?'


বৃহস্পতিবার দুপুরে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনা (এনইউবিটি) আমেরিকান কর্ণারে আলোকচিত্র প্রর্দশনী উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

আজ দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার যৌথ উদ্বোগে পরিচালিত আমেরিকান কর্ণার খুলনায় রাজেশ রামকৃষ্ণ এর প্রযেজোনায় “My Daughter is Precious” প্রতিপাদ্য শীর্ষক আলোকচিত্র প্রর্দশনীয় হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনা এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএসএইড মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুয়েলস্কি, দি আমেরিকান সেন্টার এর পরিচালক অ্যান ব্যারোস ম্যাককনেল, কালচার অ্যাফেয়ার্সের কো- অর্ডিনেটর জনাথন গোমেজ, ফ্যাইনান্স এ্যানালাইস্ট তানজিলা তাসনূভা, এনউবিটিকে এর ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর এবিএম রাশিদুজ্জামান ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রফেসর মোঃ ইব্রাহিম, খুলনা প্রেসক্লাবের সভপতি শেখ নজরুল ইসলাম।

রাষ্টদূত বার্ণিকাট বলেন, নারীর উন্নয়ন ছাড়া কোন জাতীর সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।এজন্য কন্যা সন্তানকে সমান সুযোগ দিতে হবে এবং লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও নিপিড়নের হাত থেকে কন্যা সন্তানকে রক্ষা করার জন্য সর্বাত্বক ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বক্তব্যে বলেন, লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও নিপিড়ন প্রতিরোধের লক্ষ্যে কন্যা সন্তানকে সমান চোখে দেখা দরকার। খাদ্য, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে কন্যা সন্তানকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

 

ঢাকা, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ