Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে দাওয়াহ ও লোক প্রশাসন বিভাগের পীয়ার রিভিউ

প্রকাশিত: ৮ মে ২০১৮, ০৩:৪০

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং লোক প্রশাসন বিভাগের পীয়ার রিভিউ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৃথক-পৃথকভাবে অত্র দুই বিভাগে এ রিভিউ অনুষ্ঠিত হয়।

দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তিন সদস্যবিশিষ্ট এক্সটার্নাল পীয়ার রিভিউ টিমে ছিলেন রয়্যাল ইউনিভার্সিটি অব ভুটানের প্রফেসর ড. সিংগি নেমগেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: শামসুল আলম।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী আকতার হোসেন, বিভাগের সভাপতি ও সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ এবং প্রফেসর ড. মো: ইকবাল হোছাইন প্রমুখ।

এদিকে লোক প্রশাসন বিভাগের তিন সদস্যবিশিষ্ট এক্সটার্নাল পীয়ার রিভিউ টিমে ছিলেন ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পি এস রয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুকান্ত ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মোহাব্বত খান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী আকতার হোসেন।

বিভাগের সভাপতি ও সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, প্রফেসর ড. নাসিম বানু, প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন এবং প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান ।

এর আগে সোমবার সকালে ভিসির কনফারেন্স রুমে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী’র সঙ্গে বিভাগ দুইটির এক্সটার্নাল পীয়ার রিভিউ টিমের সদস্যবৃন্দ পৃথক-পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

ঢাকা, ০৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ