Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০১৬, ২২:০১

যবিপ্রবি লাইভ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল কর্তৃক “Recent trends in Biotechnology" বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার।

বিজ্ঞান ফেকাল্টির সম্মানিত ডীন ড. মোঃ জিয়াউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসেবে ছিলেন ভারতের মহারাস্ট্রের ড. বাবাসাহেব আম্বেদকার মারাথাড়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর ড. অরিবিন্দ মাধবরাও দেশমুখ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মোলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন। উক্ত সেমিনার সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উপদেস্টা ড. মোঃ সিরাজুল ইসলাম।

বক্তারা বর্তমান বিশ্বের প্রয়োজনে বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজির বহুমুখি ব্যবহারের কথা তুলে ধরেন। সেমিনারের মূল বক্তা প্রফেসর ড. দেশমুখ ও প্রধান অতিথি প্রফেসর ড. সাত্তার ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজির উপর আধুনিক গবেষণা শুরু করতে উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের তাগিত দেন।


ঢাকা, ২৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ