Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শ্লীলতাহানি ধামাচাপা দিতে শিক্ষকের ওপর হামলা

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০৩:৫৪

 

 

 

 

 

 

 

মাগুরা লাইভ: যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দিতে রাজি না হওয়ায় মাগুরা সদর উপজেলার কাটাখালী হাইস্কুলে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে রোববার সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন স্কুলের পার্শ্ববর্তী ছয়চার গ্রামের আব্দুল ওহাব, সমিরুল, আতর আলী, শামসুর রহমান ও হাশেম আলী।

প্রধান শিক্ষক সাহা বিমল চন্দ্র সাংবাদিকদের জানান, সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অফিস সহকারী মাজেদ মণ্ডল শ্লীলতাহানি করে। ওই ছাত্রী প্রথমে এ ঘটনাটি মৌখিকভাবে জানায় এবং পরে লিখিত অভিযোগ দাখিল করে।

 

এরপর মাজেদ মণ্ডল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পার্শ্ববর্তী গ্রামের কয়েকজনের সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি করে। চক্রটি শনিবার স্কুলের অফিসে ঢুকে ছাত্রীর অভিযোগপত্রটি দেওয়ার জন্য চাপ দেয়। সেটি দিতে রাজী না হলে তারা তাকে ( প্রধান শিক্ষককে) লাঞ্ছিত করে এবং অফিসের আসবাবপত্র ভাংচুর করে চলে যায়।

শনিবার রাতেই প্রধান শিক্ষক এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ হামলাকারীদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ঢাকা, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ