Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ছাত্রলীগের হঠাৎ তান্ডব, আতঙ্কে শিক্ষার্থীরা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০১৮, ০০:৫৯

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মীরা হঠাৎ ক্যাম্পাসে তান্ডব চালিয়েছে। এসময় তারা শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় হঠাৎ মিছিল শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ তান্ডব চালায়।

জানা যায়, আজ শনিবার ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে হঠাৎ মিছিল বের করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনে এসে শেষ হয়। মিছিল শেষে তারা অনুষদ ভবনের মধ্যে ‘ধর ধর শিবির ধর’ বলে মূহুর্মূহু শ্লোগান দিতে থাকে।

এসময় অনুষদ ভবনের পেছনে কয়েকজন ছাত্রলীগ কর্মী দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে শিবির সন্দেহে মারধর করে। এরপর তারা বিভিন্ন শ্লোগান দিতে দিতে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভিতরে ঢুকে একই তান্ডব চালায়।

এসময় বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা চরম বিঘ্ন ঘটে। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আতঙ্কে তারা গ্রিলসমূহে তালাবদ্ধ করে রাখে।

এরপর তারা আবার শ্লোগান নিয়ে, মূহুর্মূহু শব্দ করে মীর মশাররফ একাডেমিক ভবনে প্রবেশ করে। সেখানেও তারা প্রতিটি ফ্লোরে মিছিল নিয়ে আতঙ্ক ছড়ায় এবং তাদের ক্যাম্পাসে অবস্থান জানান দেয়।

এবার সেখান থেকে আবার মিছিল নিয়ে তারা ব্যবসায় প্রশাসন অনুষদে তান্ডব চালায় সেখানেও তাদের অবস্থান জানান দেয়।

এক বিশ্বস্থ সূত্রে জানা যায়, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিকেট ও বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগের জের ধরে তারা এ তান্ডব চালায় এবং তাদের অবস্থান জানান দেয়।

এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ক্যাম্পাসলাইভকে বলেন, ক্যাম্পাসে নবীণ শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আমরা আজকে মিছিল করেছি।

পরে ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ক্যাম্পাসে আসছে এমন সংবাদে আমার কিছু নেতা-কর্মী সেখানে যেয়ে তাদেরকে ধাওয়া করে।

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, কোন এক তথ্যের সংবাদে তারা হঠাৎ মিছিল করে ক্যাম্পাসে।

তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে প্রক্টরিয়াল বডির সর্বাত্বক প্রচেষ্টায় আমরা সেটা রোধ করতে সক্ষম হয়েছি।

এসময় দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

 

ঢাকা, ০৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ