Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

খুবিতে কৃষিবান্ধব ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ০৯:২৮

জাবি লাইভ: সোমবার বেলা ২টায় খুলনা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে পরীক্ষামূলকভাবে কৃষি ক্ষেত্রে ব্যবহার উপযোগী ড্রোনের সফল উড্ডয়ন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ইলেট্রোনিক্স এন্ড কউিনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের পক্ষ থেকে এই ড্রোনটি তৈরি করা হয়।

সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মো. শামীম আহসানের তত্ত্বাবধানে ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান এই ড্রোনটি তৈরি করেছেন।

এটি প্রাথমিকভাবে ৮০ফুট উঁচু দিয়ে উড্ডয়ন করে এবং কিভাবে কৃষি জমিতে কীটনাশক ছিটাবে তা দেখানো হয়। এছাড়া উঁচুতে আম গাছে বা অন্যান্য ফলজগাছেও প্রয়োজনে কীটনাশক ছিটাতে পারবে।

ড. মো. শামীম আহসান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ড্রোনটি তৈরি ও উড্ডয়ন করা হয়েছে। ড্রোনের গতি ঘণ্টায় ৩৮ কিলোমিটার। প্রতি মিনিটে পাঁচ কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এ ড্রোন। ড্রোনের বিবরণ সম্পর্কে প্রধান তত্ত্বাবধায়ক বলেন, অটোনমাস মাল্টি-ফাংশনাল ড্রোন এটি।

ড্রোনটি কীটনাশক স্প্রে, মনিটরিং/সারভেইল্যান্স, আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এছাড়া এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রোটেড ক্যামেরা সংযুক্ত করা সম্ভব হবে। বর্ণনা দিয়ে তিনি জানান, ৫ কেজি ওজনের ড্রোনটি একবারে ২৫ মিনিট উড়তে পারবে। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২০০ মিটার, যা ৩ লিটার কীটনাশক বহনে সক্ষম।

এছাড়া কৃষির অন্যান্য আরও কাজে কিভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ও ভেবে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এটির আনুষ্ঠানিক উড্ডয়ন উদ্বোধন করা হবে বলে জানান প্রকল্পের তত্ত্বাবধায়ক। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রকল্পের গবেষকদের এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।


ঢাকা, ২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ