Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি ভিসিকে হত্যা চেষ্টাকারী সনাক্ত

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ০১:১৬

 



 

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির গাড়ীর চাকার নাট খুলে হত্যা চেষ্টাকারীকে সনাক্ত করেছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় ভিসি’র বাসভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তারা প্রাথমিকভাবে এই অপরাধীকে সনাক্ত করেছে বলে জানা গেছে।

এদিকে প্রাথমিকভাবে চিহ্নিত বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস চালক সাহাদুলকে আটক করেছে ইবি থানা পুলিশ। পরে দুপুর দুইটার দিকে প্রাথমিক জিজ্ঞাসাব শেষে সাহাদুলকে কুষ্টিয়া জেলা জজ আদালতে প্রেরন করা হয়।

ঘটনার তদন্ত করে বৃহস্পতিবার সকালে ভিসি’র কার্যালয়ে তদন্ত কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহবুবর রহমাসহ অন্যান্য সদস্যরা ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন এবং ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ।

তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ভিসি বাসভবনের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে সাহাদুল ঐ ঘটনার দিন ভোর ৬ টা ৪০ মিনিটে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিসি’র বাসভবনে প্রবেশ করে গাড়ির গ্যারেজে যান। এসময় তার দুই হাত পেছনে বাঁধা ছিলো। পরে সকাল ৭ টা ২৫ মিনিটে গ্যারেজ থেকে বের হওয়ার সময় সাহাদুলের হাতে একটি ব্যাগ দেখা যায়।

কিন্তু সাহাদুল ওই সময়ে ভিসি’র বাসভবনে প্রবেশের কথা অস্বীকার করেন। এরপর প্যান্ট পরিহিত অবস্থায় ৮ টা ৫১ মিনিটে আবারো ভিসি’র বাসভবনে প্রবেশ করে গ্যারেজে যান সাহাদুল। প্রবেশ করে ৮ টা ৫৪ মিনিটে বের হয়।  

সাহাদুলের কথায় এবং কাজে অসঙ্গতি দেখে তাকে সন্দেহ করা হয় বলে জানান তদন্ত কমিটির সদস্যরা। এছাড়া ভিডিওতে সাহাদুলের জড়িত থাকার বিষয়ে আরো প্রমান পাওয়া গেছে যা তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না বলে জানান তদন্ত কর্মকর্তারা।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,“ ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার তথ্যের ভিত্তিতে সাহাদুলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে জেলা জজ কোটে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘এছাড়া ঘটনার সাথে জড়িত সব অপরাধীকে চিহ্নিত করতে কয়েক স্তরের তদন্ত চলছে। ইতোমধ্যে একটি প্রতিবেদন পেয়েছি। আমরা সজাগ রয়েছি যাতে কোন নিরাপরাধ ব্যাক্তি শাস্তি না পায়। তবে বিষয়টি অত্যান্ত কঠোর ভাবেই দেখা হচ্ছে কারন এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে পারলে এমন ঘটনার পুনরাবৃতি ঘটবে না।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর গাড়ীর পেছনের চাকার ৬ টি নাটের ৫ টি নাট খুলে ফেলে দুস্কৃতিকারীরা। ওই ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে বেচে যান।
 
ইবি, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ