Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ছাত্রীদের নাজেহাল : ক্ষুব্ধ ওবায়দুল কাদের বক্তব্য দেননি

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০১৬, ০৮:১৪



ইবি লাইভ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা ও হৈ-চৈ করেছে। এসময় ছাত্রলীগের কয়েকজন মহিলা নেত্রী নাজেহাল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওবায়দুল কাদের বক্তব্য না দিয়ে চলে গেছেন।

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব নির্ধারিত সমাবেশে যোগদান করতে যাওয়ার সময় পথিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে বেলা ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষাথী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা আবস্থান নেন।

বেলা ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী ও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে অংশ নেন।

পরে বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় পৌঁছালে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বক্তব্য রাখেন। কিন্তু ছাত্রলীগের বিশৃঙ্খলাপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে ওবায়দুল কাদের আর বক্তব্য রাখেননি।

এদিকে ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দিতে আসা ছাত্রলীগের মহিলা কর্মীরা নাজেহালের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওবায়দুল কাদের যখন প্রধান ফটকে এসে নামেন তখন ছাত্রলীগ নামধারী বেশকিছু উচ্ছৃঙ্খল কর্মীরা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সভাপতি রিফা, শেখ হাসিনা হলের কর্মী জান্নাতুল ফেরদাউস ইশাসহ বেশ কয়েকজন নেত্রীকে নাজেহাল করেন।

পরে তারা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের কাছে এ ব্যাপারে অভিযোগ জানান।


ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সংবর্ধনায় অনেক মানুষের ভিড় থাকার কারণে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।




ঢাকা, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ