Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৩৭তম বিসিএসে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাত্রের ভাইভা

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ১৭:৩১

লাইভ প্রতিবেদক : ৩৭তম বিসিএসের ভাইভা পরীক্ষা চলছে। পরীক্ষায় এক মাদ্রাসা ছাত্রের ভাইভার অভিজ্ঞতা তুলে ধরা হল :

বোর্ড : কামরুন্নেসা খানম।
রুমে ঢুকে সালাম দিলে বসতে বললেন।
1. Chairman: তোমার নাম বলো?
-বললাম

2. কোন জেলা?
-মাগুরা

3. মাদ্রাসায় পড়েছেন?
-মাথা নুইয়ে হ্যাঁ বললাম

4. তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংলিশে বল? শুরু থেকে..
মুখস্থ বলে দিলাম

5. ফারায়েজ পড়েছেন?
জী ম্যাম (জী বলে খাইলাম ধরা, শুরু হল প্রব্লেম থ্রু, আমি কাইত)

6. এক ব্যক্তি মারা গেলে পরবর্তী কাজ গুলো কী কী ?
দেনা পরিশোধ> দাফন-কাফন> ওয়ারিশদের মাঝে সম্পত্তি বন্ঠণ…

7. প্রবলেম সলভ করো। ধরো, এক ব্যক্তি মারা গেল। সে তার স্ত্রী, ২ পুত্র, এক কন্যা, পিতা, মাতা... আরো আছে : কে কত পাবে মুখে বল ? (আমি বোল্ড আউট)

8. কোরানের কোন সূরায় পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে?
মাথার উপরে দিয়ে গেল

9. বাংলাদেশ বর্তমানে উন্নয়নের কোন পর্যায় আছে?

10. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?
বললাম

1st External:
আমি ল’তে পড়েছি শুনে ল’ থেকে অনেক প্রশ্ন করল।
1. Adduce কী? Produce কী?
2. Admission & Confession কী ?
3. CrPC Sec: 161, 342 তে কী বলা আছে?
4. CrPC 161 এ পুলিশ এর কাছে যে জবানবন্দি দেয় তার এভিডেন্শিয়ারী ভ্যেলু কী ?
2nd External:

1. Administration Cadre কেন প্রথম পছন্দ?
কমন পড়ল

কামরুন্নেসা ম্যাম আমার উপর বিরক্ত ছিলেন। উনার প্রশ্নের উত্তর আমি ভালভাবে পারিনি। এক্সটা্রনাল দুই স্যারের প্রশ্নের উত্তর ভালই হয়েছে।ম্যাম সন্তুষ্ট না। পাশ করার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। অভিজ্ঞতা সম্পন্নরা কী বলেন???

ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ