Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিসিএস ভাইভা বোর্ডে যেসব টেকনিক কাজে লাগাবেন

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৭, ০৯:২০

লাইভ প্রতিবেদক : আজ (২৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ৩৭তম বিসিএস ভাইভা পরীক্ষা। ধরে নিচ্ছি আপনি সবকিছু পারেন, তবুও আপনি ভাইভা বোর্ডে ঘাবড়ে যেতে পারেন। কিছু টেকনিক জানা থাকলে আপনাকে ভাইভাতে কেউ ঠেকাতে পারবে না। বিজয় আপনার জন্য অপেক্ষা করছে। চলুন জেনে নেই কিছু অত্যাবশকীয় বিষয় :

>>> ভাইভাতে কোনো প্রশ্ন ইংরেজিতে করলে উত্তরটাও ইংরেজিতেই দিতে হবে। অনেক সময়ই বাংলায় প্রশ্ন করে ইংরেজিতে উত্তর দিতে বলা হয়। কোনোভাবেই বাংলায় উত্তর করার জন্য অনুমতি চাইবেন না।

>>> আপনার ফার্স্ট ও সেকেন্ড ক্যাডার চয়েজ, আপনার সাবজেক্ট, সাম্প্রতিক নানান ইস্যু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, আপনার এলাকা, বিশ্ববিদ্যালয় ও সেখানকার বিখ্যাত ব্যক্তিত্ব, আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চাইছেন ইত্যাদি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া রাখুন।

>>> ভাইভাতে ওপেন-এন্ডেড প্রশ্নে বেশি মার্কস বরাদ্দ থাকে। এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো : Introduce yourself। অন্য ১০ জন যেভাবে এর উত্তর দেবে তার চেয়ে ভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। ব্যতিক্রম চেষ্টা করুন।

>>> ঢোকার সময় আর বের হয়ে যাওয়ার সময় খুবই মার্জিতভাবে সালাম/নমস্কার/আদাব দিন। আপনি ঢোকার সময় যে ইম্প্রেশনটা তৈরি করবেন, সেটাই আপনার ভাইভার প্রশ্ন অনেকটাই নির্ধারণ করে দেবে।

>>> নিজেকে উৎসাহী শ্রোতা হিসেবে উপস্থাপন করুন। কোনো বিষয় নিয়েই তর্কে জড়াবেন না।

>>> কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সেটি বিনীতভাবে বলুন। একটি প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানে অন্য একজন প্রশ্ন করলে প্রথম জনের কাছ থেকে অনুমতি নিন।

>>> আপনার নিজের সম্পর্কে, আপনার পরিবার, আগের চাকরি, বাংলাদেশের সমস্যাসহ নানান বিষয় নিয়ে ইতিবাচকভাবে বলা শিখুন।

>>> নার্ভাসনেস নিয়ে অতটা ভাববেন না। এটা পরিস্থিতিই ঠিক করে দেবে। চাকরির পরীক্ষা নিয়ে নার্ভাস থাকাটাও একটা ভদ্রতা।

>>> আই কন্টাক্ট ঠিক রাখুন। দৃষ্টিকটুভাবে চোখ, ঘাড়, হাত নাচাবেন না।

>>> আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার ফার্স্ট চয়েজের একটা সম্পর্ক নিয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন।

>>> আপনার প্রতিষ্ঠান এবং রেজাল্ট যা-ই হোক না কেন, আপনি কোনো চাকরির জন্য অপরিহার্য নন, এটা মাথায় রেখে ভাইভার জন্য প্রস্তুতি নিন।

>>> কোনো প্রশ্নের উত্তরে কনফিউশন থাকলে সেটি যতটুকু জানেন, ততটুকুই আত্মবিশ্বাস নিয়ে বলবেন। তবে একেবারেই কোনো ধারণা না থাকলে উত্তর না করাই ভালো।

>>> আপনার অ্যাকাডেমিক রেজাল্ট আপনার ভাইভার মার্কসে কোনো প্রভাব ফেলবে না। রেজাল্ট অতটা ভালো না হলে ওটার পক্ষে মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটা কারণ তৈরি করে রাখবেন।

>>> রাজনৈতিক বিভিন্ন বিরোধপূর্ণ বিষয়ে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেই ভালো।

>>> আপনার ভাইভার পোশাক হবে একেবারেই ফরমাল ও অফিসারসুলভ। ধর্মীয় পোশাকে কোনো বাধা নেই।

>>> ভাইভা বোর্ডে কোনো অবস্থাতেই কোনো বিষয় নিয়েই মেজাজ গরম করা যাবে না।

>>> টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে অবশ্যই নিজের সাবজেক্টের বেসিক বিষয়গুলো সম্পর্কে জেনে যাবেন।

>>> আপনার প্রিয় শখ যা-ই বলুন না কেন, সেটি সম্পর্কে ভালো ধারণা রাখবেন।

>>> কথা বলার সময় যদি হঠাৎ তোতলাতে থাকেন কিংবা খেই হারিয়ে ফেলেন, তাহলে একটু থেমে এরপর আবার উত্তর করা শুরু করবেন।

>>> আত্মবিশ্বাস যেন আপনার চোখেমুখে ফুটে উঠে সেজন্য, নিজেকে ফুরফুরে রাখার চেষ্টা করুন। মনে মনে ধরে নিন আপনি সব পারেন। আপনিই সেরা। নিজেকে জয় করুন। ভাইভা বোর্ডকে জয় করে নিন।

শুভকামনা রইলো আপনাদের জন্য...

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ