Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পড়াশোনার ফাঁকে হাতের মুঠোয় দশ পার্টটাইম জব

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ১৬:৫৩

মাহমুদুল্লাহ আবীর : পড়াশোনা করছেন। নিজের খরচ নিজেই চালাতে চান। চিন্তা নেই হাতের মুঠোতেই আছে এর সমাধান। পড়াশোনার ফাঁকে ফাঁকে করতে পারেন পার্টটাইম জব। চলুন জেনে নেয়া যাক কী কী করা যেতে পারে :

১. ফ্রিল্যান্সিং : এটি অত্যন্ত জনপ্রিয় পার্টটাইম জব। ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করা সম্ভব। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে সফটওয়্যার তৈরি এবং উন্নয়ন, ওয়েবসাইট তৈরি ও ডিজাইন, মোবাইল অ্যাপস, গেমস, অ্যাপ্লিকেশন প্লাটফর্ম, ভিওআইপি অ্যাপ্লিকেশন, ডাটা অ্যান্ট্রি, গ্রাফিক ডিজাইন, প্রি-প্রেস, ডিজিটাল ডিজাইন, সাপোর্ট সেবা, কাস্টমাইজড অ্যাপ্লিকেশন তৈরি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি ছাড়াও রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সোশ্যাল মার্কেটিংয়ের কাজ। এর মাধ্যেমে পড়াশোনার ফাঁকে ফাঁকে আসবে হ্যান্ডসাম আয়।

২. গণমাধ্যম : বর্তমান সময়ের প্রেক্ষিতে পার্টটাইম জবের আকর্ষণীয় ক্ষেত্র গণমাধ্যম। পত্রিকায় ফিচার লিখতে কিংবা সাংবাদিকতায় আগ্রহীরা বিভাগীয় সম্পাদক বা প্রধান প্রতিবেদকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লেখালেখি শুরু করতে পারেন। কাজ করতে পারেন শিক্ষানবিস সাংবাদিক হিসেবেও। স্যাটেলাইট টেলিভিশন স্টেশনে উপস্থাপক, নিউজ প্রেজেন্টার প্রতিবেদক, স্ক্রিপ্ট রাইটার, সহকারী পরিচালক, প্রোডাকশন সহকারী, সহকারী আর্ট ডিরেক্টর হিসেবেও খণ্ডকালীন কাজ করা যায়। এফএম রেডিও স্টেশনে পার্টটাইম কাজ করাটা অনেক তরুণের স্বপ্ন। এফএম রেডিওগুলোতে পার্টটাইম জবের মধ্যে রয়েছে আর জে, উপস্থাপক ও প্রতিবেদক হিসেবে কাজ করা। স্মার্ট ও ক্রিয়েটিভ তরুণ-তরুণীদের জন্য গণমাধ্যমে কাজ করার রয়েছে সুযোগ।

৩. ফটোগ্রাফার : ফটোগ্রাফি এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ফটো তেলার শখ থাকলে আপনিও এর মাধ্যমে আয় করতে পারেন। আপনার চেনাশোনা মানুষের জন্মদিন বিয়ে অন্নপ্রাশন প্রভৃতিতে ফটো তুলে টাকা রোজগার করতে পারেন আপনি। এতে আপনার শখও মিটবে টাকাও উপার্জন হবে।

৪. সুপার শপ : এটি হতে পারে অন্যতম পার্টটাইম জব। সুপার স্টোরের গ্রাহকসেবার জন্য নিয়োগ করা হয় শিক্ষিত ছেলেমেয়েদের। এই সুপার স্টোরের অধিকাংশ জবই হয় পার্টটাইম। সুপার স্টোরগুলোতে দুই ধরনের কাজ থাকে। প্রথমত, পণ্য বহন করা, দ্বিতীয়ত, গ্রাহক বা কাস্টমার কেয়ার। এসব স্টোরে পাঁচ থেকে আট ঘণ্টা কাজ করার সময় নির্ধারিত থাকে। কাজও পাওয়া যায় সহজে।

৫. টিউশনি এবং কোচিং সেন্টার : এটি সবচেয়ে জনপ্রিয় উপায়। এর মাধ্যমে একদিকে যেমন চাকরির নিয়োগ পরীক্ষার জন্য পুরনো পড়া ঝালাই হয় তেমনি এমন জ্ঞানও অর্জিত হয়। ছাত্রছাত্রীদের যোগ্যাতা ও পাঠ্য বিষয়কে মাথায় রেখে করতে হবে টিউশনি। এখানে শিক্ষার্থীর শ্রেণী ভেদে বেতন হয় ভিন্ন। তবে এখন একটা টিউশনি করেও হাতখরচ চালানো যায়!
এছাড়া আপনার বাড়িতেও খুলতে পারেন একটি কোচিং সেন্টার। তাতে আপনাকে বাড়ির বাইরেও যেতে হবে না। ঘরে বসেই টাকা রোদগার করতে পারবেন আপনি।


৬. কল সেন্টার : ইদানিং কল সেন্টারে শিক্ষার্থীরাই বেশি কাজ করছেন। আর এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন স্মার্ট ব্যক্তিত্ব, ইংরেজিতে দক্ষ, প্রমিত উচ্চারণ, ভালো কণ্ঠ ও যোগাযোগে অভিজ্ঞ শিক্ষার্থীরা।

৭. ইভেন্ট ম্যানেজমেন্ট : দেশের আনাচে কানাচে বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করা, ক্যাম্পেইন কিংবা অনুষ্ঠানে সহায়তা করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো স্মার্ট তরুণ-তরুণীদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। ইভেন্ট ম্যানেজমেন্ট কাজগুলো হয় দিন, সপ্তাহ কিংবা মাসভিত্তিক। ইভেন্ট ম্যানেজমেন্টে শেখার অনেক কিছু আছে।

৮. বিজ্ঞাপনী সংস্থা : যারা ভবিষ্যতে বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে চান পার্টটাইম জব দিয়েই শুরু করে দিতে পারেন। কারণ, বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখার জন্য শুধু পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। বিজ্ঞাপন সংস্থাগুলো স্মার্ট, পজিটিভ এবং সৃষ্টিশীল তরুণ-তরুণীদের পছন্দ করে। বিজ্ঞাপনের ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যত গড়া সম্ভব। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও উতসাহী যেকোনও শিক্ষার্থী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে পারেন। এখানে সৃজনশীল তরুণ-তরুণীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। এ সুযোগকে কাজে লাগান।

৯. বিউটিশিয়ান : বিউটিশিয়ান হতে পারলে আপনার অর্থ উপার্জন থেমে থাকবে না। বিয়ের কনে থেকে শুরু করে অতিথি সকলের মধ্যেই এখন সাজানোর লোকের চাহিদা রয়েছে।

১০. সেলাই ও বুটিক : সেলাইয়ের কাজে দক্ষতা থাকলে ব্যবহার করুন নিজের প্রতিভাকে। নিত্যনতুন বুটিক খোলা হচ্ছে এখন নানা জায়গায়। আপনিও খুলতে পারেন একটি। নিত্যনতুন ডিজাইনের জামা কাপড় বানিয়ে বিক্রি করতে পারেন ঘরে বসেই। ক্রিয়েটিভিটি দেখিয়ে আয় করতে পারেন টাকা। এতে পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করা যায় সহজেই।




ঢাকা, ১১ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ