Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগে শিক্ষকতার সুযোগ

প্রকাশিত: ৯ মে ২০১৮, ১১:৫৪

ইবি লাইভ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগে শিক্ষকতার সুযোগ দেয়া হয়েছে। এব্যাপারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই বিভাগে ৬ জন লেকচারার নিয়োগ দেয়া হবে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :

১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষার যেকোনো একটিতে ৩.৫০ এবং অন্যটিতে ৩.২৫ (৪-এর মধ্যে) থাকতে হবে। তবে এমফিল অথবা পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। ওই বিভাগে লেকচারার পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন : নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

২. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষার যেকোনো একটিতে ৩.৫০ এবং অন্যটিতে ৩.২৫ (৪-এর মধ্যে) থাকতে হবে। তবে এমফিল অথবা পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। উক্ত বিভাগে প্রভাষক পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন : নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন করবেন যেভাবে : অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবিসহ সত্যায়িত করে আবেদনপত্রটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : আগামী ১৩ মে-২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্রটি পৌঁছাতে হবে।

ঢাকা, ০৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ