Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সরকারি চাকরি বয়সসীমা ৩৫ করার দাবিতে অনশন

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০১৮, ২২:০৭

লাইভ প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ ব্যানারে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, ১৫ দিন আগে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। মাঝে তিনদিন বন্ধ রেখে ২৭ তারিখ থেকে আবার লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। চূড়ান্ত ফলাফল অর্জনের লক্ষ্যে গত বুধবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

তিনি বলেন, উন্নত বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০-৪৫ বছর। সেখানে আমরা অনেক পিছিয়ে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা জরুরি।

ইমতিয়াজ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আন্দোলন করে আসছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় ২০১২ খ্রিস্টাব্দে থেকে আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেও কোনও ফল পাওয়া যায়নি। এমনকি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর করার দাবি জাতীয় সংসদেও করা হয়েছে।

পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আমরণ অনশনে সংগঠনের সাধারণ সম্পাদক এমএ আলী, সহ-সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা, নাজমুল, ইমরান প্রমুখ উপস্থিত রয়েছেন।

 


ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ