Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুর্নীতি দমন কমিশনে জনবল নিয়োগ

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৮, ২৩:২০

ক্যারিয়ার লাইভ: বাংলাদেশকে একটি শক্তিশালী দুর্নীতি বিরোধী সংস্কৃতি চালু করার জন্য নিরলোসভাবে কাজ করে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে লোকবল বৃদ্ধির জন্য সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে ৮ পদে মোট ৪১ জনকে নিয়োগ দেয়া হবে।

কোন পদে কতজন: বিজ্ঞপ্তি অনুসারে সহকারী পরিদর্শক পদে ১৭ জন। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর ও নিরাপত্তারক্ষী পদে ১ জন করে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৮ জন। ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদে ১০ জন। এবং অফিস সহায়ক পদে ২ জনসহ মোট ৪১ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা: সহকারী পরিদর্শক পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।

এছাড়াও প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারেবেন।

টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এ পদে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বা সমমানের জিপিএ পেয়ে পাস হতে হবে। নিরাপত্তারক্ষী ও অফিস সহায়ক পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাস হলেই চলবে।

আবেদনকারীর বয়স: আবেদনকারীর বয়স ২৮ জানুয়ারি, ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের বয়স ৩৫ পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া: উল্লেখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট (acc.teletalk.com.bd) ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমত ছবি এবং স্বাক্ষর আপলোডের পর আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Previwe দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ নিরাপত্তারক্ষী ও অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা অন্যসব পদের জন্য ১০০ টাকা এসএমএস করে পাঠাতে হবে।

এসএমএস পাঠাতে প্রথমে ACC <স্পেস> UserID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এরপর ফিরতি এসএমএসে একটি PINনম্বর দেয়া হবে। সেই PIN নম্বর দিয়ে আরও একটি এসএমএস পাঠাতে হবে। এজন্য প্রার্থীকে ACC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে আবার ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

পরে মোবাইল ব্যালেন্স থেকে ফি কেটে ফিরতি এসএমএসে UserID ও Password জানিয়ে দেয়া হবে। পরবর্তী ধাপের জন্য এটি সংরক্ষণ করতে হবে, যা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আবেদন করতে পারবেন: বিজ্ঞপ্তি অনুযায়ী নিরাপত্তারক্ষী ও অফিস সহায়ক পদে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, সিলেট, যশোর, হবিগঞ্জ, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, ভোলা, গাইবান্ধা ও বান্দরবান জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন । অন্যসব পদে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, সিলেট, নওগাঁ, রাজশাহী, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, গাজীপুর, ঝিনাইদাহ, ভোলা, নেত্রকোনা, হবিগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, পঞ্চগড়, মেহেরপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, শরীয়তপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নাটোর, খুলনা, নড়াইল, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, যশোর ও মুন্সীগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, অনলাইনে আবেদন করা যাবে ২৮ জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পরে প্রাথমিক বাছায়ের জন্য ১০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সব সনদের (যেমন শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধ/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী, বিশেষ যোগ্যতা ইত্যাদির সনদ সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত) মূলকপি দেখাতে হবে এবং সব সনদের ১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বেতন ভাতা: চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ ক্ষেত্রে সহকারী পরিদর্শক পদে নিয়োগ প্রাপ্তরা ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪১ হাজার ৩১৪ টাকা। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও লাইব্রেরিয়ান পদে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রাপ্তরা ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ও অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর পদে নিয়োগ প্রাপ্তরা ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। নিরাপত্তারক্ষী এবং অফিস সহায়ক পদে নিয়োগ প্রাপ্তরা ৮ হাজর ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা থাকবে।


ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ