Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

`অন্তত একটি ইস্যূতে ঐক্যবদ্ধ হোন'

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০৫:৫৩

 
 
ফাহিম আহমেদ: শিক্ষার্থীদেরকে দেশ প্রেম ও নৈতিকতা বিষয়ে যথাযথ ভাবে গড়ে তুললেই তারা জঙ্গীবাদ ও ধর্মান্ধ হতে পারবে না। এ ক্ষেত্রে শিক্ষক সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরাই কেবল শিক্ষার্থীদের কে সঠিক দিক নির্দেশনা ও পজেটিভ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারেন। এক আলাপচারিতায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রোভিসি প্রফেসর ড. এইচ এম জহিরুল হক ক্যাম্পাসলাইভ২৪ডটকমকে এসব কথা বলেন।
 
তিনি বলেন সকল রাজনৈতিক দলকে অন্তত একটি ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া উচিৎ। আর সেটি হলো জঙ্গীবাদ। কারণ এই সমস্যা এখন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোন গোত্রের নয়। এই সমস্যা গোটা দেশের। সকল মানুষের। সকল গোত্রের। এক কথায় সব মানুষের। সুতারাং এই ইস্যুটা আজ আর ছোট করে দেখার নয়। এটাকে প্রধান সমস্যা হিসেবে মূল্যায়ন করা উচিৎ। 
 
বাংলাদেশে জঙ্গী হামলা দিন দিন বাড়ছে এবং তাতে দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম প্রভাবিত হচ্ছে। এ বিষয়ে বলতে গিয়ে প্রফেসর জহিরুল হক বলেন, শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের যথাযথ ভাবে গড়ে তোলা। ছাত্ররা যাতে পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকে সেদিকেই নজর বেশি দিতে হবে। তিনি আরো বলেন তারা যেন কোন ধরনের অন্যায়, সমাজ গর্হিত বিশেষ করে জঙ্গীবাদ নামের ভয়াল থাবায় নিজেদের কে জড়িয়ে না ফেলে সে দিকে অবশ্যই শিক্ষক সমাজ কে নজর রাখতে হবে। 
 
জাতীয় ভাবে সকল রাজনৈতিক দলকে এক মঞ্চে আসতে হবে। আওয়ামী লীগ, বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক ও দেশ প্রেমিক দলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারলেই এই ভয়াবহ সমস্যা থেকে গোটা জাতিকে রক্ষা করা সম্ভব। 
 
প্রো-ভিসি আরো বলেন, জঙ্গী হামলা বিশেষ করে হলি আর্টিজান ট্রাজেডির কারণে আমাদের দেশ থেকে অনেক বিদেশি বায়ার ও উন্নয়ন সহযোগীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এর ফলে দেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। 
 
এই ধরনের আতঙ্ক ও ভয়াবহতা বিদেশিদের ভাবিয়ে তুলেছে। তিনি বলেন আমরা তো চাইনা এ দেশ আরেকটা আফগানিস্তান বা ইরাক হোক।
 
আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিপথগামী না হোক। তারা যদি বিপথগামী হয় তার জন্য এই দায় কেউ এড়াতে পারবেনা। কারণ এই ছাত্রদের গড়ে তোলার দায়িত্ব আমাদের শিক্ষক সমাজের।
 
প্রফেসর হক বলেন, আমাদের নতুন করে ভাবতে হবে। পাঠ্যক্রমকে ঢেলে সাজাতে হবে। কিছু  সংযোজন বা বিয়োজন করতে হবে যাতে করে ছাত্র-ছাত্রীদের মন মানুষিকতা আরো ভালো হতে পারে। আরো উন্নত হতে পারে। এ বিশ্বায়নের যুগে একজন মানুষকে যদি আন্তর্জাতিক মানের নাগরিক হতে হয় তা হলে পজেটিভ চিন্তার অধিকারী হতে হবে। এই প্রতিযোগীতামূলক বিশ্বে একজন শিক্ষার্থী নিজেকে উপযোগী করে তোলার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। ​
 
 
 
ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ