Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ডাদেশ

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ১৭:৩৫

 

ইন্টারন্যাশনা লাইভ: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে দুর্নীতির মামলায় কারাদণ্ডাদেশ দিয়েছেন একটি আদালত। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের একটি আদালত লুই ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে নয় বছরের এ দণ্ডাদেশ দেন। 

আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হওয়ায় আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে। 

তবে বুধবার নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে এ রায় প্রত্যাখ্যান করেছেন তিনি। তার আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাঁরা আপিল করবেন। 

ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন লুলা। কিন্তু এর আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া তাঁর প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। 

২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের একই সময় পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এই সময়কালে ব্রাজিলে অসমতা কমানোয় সারা বিশ্বে প্রশংসিত হন সাবেক এই শ্রমিক নেতা। 

আদালতের বিচারক সার্জিও মোরে রায়ে বলেন, প্রকৌশল প্রতিষ্ঠান ওএএস এসএর কাছ থেকে ঘুষ হিসেবে ৩৭ লাখ টাকা নেন লুলা। ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোলিও ব্রাসিলিইরোর একটি কাজের ঠিকাদারি পাইয়ে দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লুলাকে এই অর্থ দেওয়া হয়েছিল। 

রায়ের পর লুলার আইনজীবীরা ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নির্দোষ এবং এ বিষয়ে তাঁরা আপিল করবেন।

 

ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ