Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জলবায়ু চুক্তি: ট্রাম্পের অবস্থানে হতাশ বিশ্বনেতারা

প্রকাশিত: ৯ জুলাই ২০১৭, ১৭:০২

 

লাইভ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু ইস্যুতে নিজের অবস্থানে অনঢ় রয়েছেন। তার এমন অবস্থানে হতাশ হয়েছেন বিশ্ব নেতারা। 

শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই জলবায়ু চুক্তির সিদ্ধান্তে গেছেন বিশ্বনেতারা। ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্তকেও সম্মেলনে স্বীকৃতি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার আলোচনায় প্রথমে খানিকটা অচলাবস্থা তৈরি করলেও, শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনেতারা। 

তারা সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের থাকা না থাকায় প্যারিস চুক্তির ব্যাপারে অন্য দেশগুলোর প্রতিশ্রুতির কোন রকমফের হবে না। এবং ওই চুক্তিটির বিষয়ে পুনরায় আলোচনারও সুযোগ নেই। 

প্যারিস চুক্তিটির প্রতিশ্রুতির রক্ষার ব্যাপারে উনিশজন সরকারপ্রধান একমত হলেও, নিজের অবস্থান ভিন্ন রেখেই জার্মানিতে বিশ্বনেতাদের সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নেয়া বিশ্বের শীর্ষ উনিশজন নেতা। 

তবে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার হওয়ায় তুরস্ক জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোকে যে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে সেটা কতটা কার্যকর হবে তা নিয়ে তাদের সন্দেহ আছে। 

সম্মেলনে এক বক্তব্যে মেরকেল বলেন, ‘এই সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল জলবায়ু এবং শক্তি। এ বিষয়টি পুরোপুরি পরিস্কার। আপনারা জানেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র জলবায়ু ইস্যু থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।’ 

যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ফলে অনেকেই এবারের সম্মেলনকে বর্ণনা করছেন যেন জি-নাইনটিন প্লাস ওয়ান হিসাবে। তবে এখনো ট্রাম্পের সিদ্ধান্তের বদল ঘটতে পারে বলে আশা করছেন কোন কোন বিশ্ব নেতা। বিবিসি।

 

ঢাকা, ০৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ