Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আল জাজিরা বন্ধের শর্ত দিলো সৌদি জোট, নিন্দার ঝড়

প্রকাশিত: ২৪ জুন ২০১৭, ০৩:১১

 

লাইভ ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধ করতে দোহার ওপর চাপ জোরালো করেছে সৌদি আরবসহ চার আরব দেশ। 

কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চলমান উত্তেজনা নিরসনে দোহার কাছে শুক্রবার চার আরব দেশের পাঠানো ১৩টি শর্তের একটি হলো আল জাজিরা বন্ধ করে দেওয়া। 

শুধু আল জাজিরা নয় কাতারের সরাসরি অনুদান প্রাপ্তসহ অন্যান্য সংবাদপত্র আরাবি২১, রাসদ, আল আরাবি আল-জাদেদ ও মিডলইস্ট আই বন্ধের শর্ত দেওয়া হয়েছে। 

আর এরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। তারা অত্যন্ত কঠোর ভাষায় এ সিদ্ধান্তের নিন্দাও করেছেন। 

কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে সেই সংবাদমাধ্যমটি বন্ধ করে দেওয়ার শর্ত দিয়েছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।  

মধ্যস্থতাকারী দেশ কুয়েতের মাধ্যমে কাতারের কাছে ১৩ দফা শর্তবিশিষ্ট ওই তালিকা পাঠিয়েছে সম্পর্ক ছিন্নকারী চার আরব দেশ। একই সঙ্গে বলে দেওয়া হয়েছে, কাতার যদি আরব দেশগুলোর নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় তবে অবশ্যই এ ১৩টি শর্ত পূরণ করতে হবে। ওই শর্তের তালিকার একটি কপি হাতে পাওয়ার দাবি করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ‘যুক্তিসঙ্গত ও কার্যকর’ দাবি-দাওয়া পেশ করার জন্য কাতারের প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পর শর্তগুলো পাঠানো হলো। সেখানে কাতারকে আল জাজিরা বন্ধ করে দেওয়া ছাড়াও ১০ দিনের মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস ও তুরস্কের একটি সামরিক ঘাটি বন্ধ করতে বলা হয়েছে।

 

ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ