Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাকিস্তানের জয় উদযাপন করায় গ্রেফতার ১৫!

প্রকাশিত: ২১ জুন ২০১৭, ০৩:২৭

লাইভ ডেস্ক: পাকিস্তানের জয় উদযাপন করায় ১৫ জন মুসলিম তরুণকে গ্রেফতার করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো শিরোপা জিতলো পাকিস্তান। 

আর এই জয় উদযাপন করছিল ওই তরুণরা। ফলে পুলিশ তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে গ্রেফতার করেছে। ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার মোহাদ গ্রামে এই ঘটনা ঘটে।   

গত রবিবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট খেলা চলছিল, তখন এরা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে শ্লোগান দেয় বলে অভিযোগ করা হয়। 

গ্রামের কিছু মানুষ থানায় গিয়ে এই বলে অভিযোগ করেন যে, রবিবারের খেলার সময় অনেক মুসলিম তরুণ পাকিস্তানের পক্ষে শ্লোগান দিচ্ছিলেন এবং পাকিস্তানের বিজয় উদযাপন করছিলেন। এই অভিযোগের পর পুলিশ ভারতীয় রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় পনের জনকে গ্রেফতার করে। 

পুলিশ বলছে, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে বলে তারা আশংকা করছিল। পুলিশ বলছে, যেহেতু ভারত ঐ ম্যাচে হেরেছিল তাই সেখানে পরিস্থিতি ছিল খুবই নাজুক। এর আগেও ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় এই গ্রাম থেকে একই ধরণের অভিযোগ পাওয়া গেছে। 

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এদের ধরা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করার কারণে নয়। এদের ধরা হয় পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে শ্লোগান দেয়ার কারণে।

 

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ