Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১

প্রকাশিত: ৪ নভেম্বার ২০২২, ২২:৩২

বাসে প্রাইভেটকারের ধাক্কা

লাইভ ডেস্ক: ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে বেতুলে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন। প্রাইভেটকারের চালক ঘুমিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালি বাসকে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

তবে এ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ঢাকা, ০৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ