
লাইভ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন তিনি।
রবিবার পাকিস্তানের লাহোরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ইমরান খানের জনসভায় যোগ দিয়েছিলেন ওই নারী সাংবাদিক। ইমরান খানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছিল তাকে। পরে সেই মিছিলেরই একটি মালবাহী গাড়িতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকার নিচে চলে যান তিনি। এতে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ইমরান তার লং মার্চ ওই দিনের জন্য স্থগিত করেন।
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। লাহৌরের জিটি রোডে আয়োজন করা হয়েছিল মিছিলের। ইমরান জানিয়েছেন, মিছিলটি কামোকে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জন্য আপাতত এই কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে। সূত্র: ডন, জিও টিভি
ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: