Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২২, ০৬:১৮

মিশেল আউন

লাইভ ডেস্ক: দেশকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। রোববার ৮৯ বছর বয়সী সদ্য সাবেক এ খিস্টান প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর পরই তিনি প্রেসিডেন্ট প্যালেস ত্যাগ করেন। খবর রয়টার্সের।

২০১৬ সাল থেকে মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে দেশটিতে সংগঠিত বড় ধরনের একাধিক আন্দোলন তাকে সামাল দিতে হয়েছে।

এদিকে, প্রেসিডেন্টের পদ থেকে মিশেল আউনের পদত্যাগের পর দায়িত্বপালনের জন্য এখনও পর্যন্ত উত্তরসূরির বিষয়ে একমত হতে পারেনি লেবাননের পার্লামেন্ট। সাংবিধানিকভাবে লেবাননের প্রেসিডেন্টের কোনো বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার এবং কোনো দলকে সরকার গঠনের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার ক্ষমতা রয়েছে।

বর্তমানে লেবাননে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

ঢাকা, ৩০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ