Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০

প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২২, ০১:৪৪

কনসার্টে বিমান হামলা

লাইভ ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আয়োজিত এক কনসার্টে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির প্রখ্যাত শিল্পী ও গায়করাও রয়েছেন।

মানবাধিকার গোষ্ঠী এই হামলায় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আন্তর্জাতিক গোষ্ঠীকে মিয়ানমারের কাছে জেট ফুয়েল বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

প্রতিবেশী দেশ থাইল্যান্ড থেকে আল জাজিরার প্রতিনিধি টনি চেং জানিয়েছেন, কাচিন প্রদেশের কানসি গ্রামে সোমবার সন্ধ্যায় হামলায় মিয়ানমার সেনাবাহিনীর তিনটি বিমান অংশ নেয়। চারটি বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ভূমিতে গাড়ির অংশ বিশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

সাংবাদিক চেং বলেছেন, কাচিন স্বাধীনতাকামী সংগঠন যেটা কেআইও নামে পরিচিত তার ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান চলছিল। শিল্পীরা মঞ্চে পারফর্ম করার সময় বিমান হামলা হয়। নিহতদের মধ্যে কাচিনের খুবই জনপ্রিয় কিছু শিল্পী রয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চি সরকারকে হঠিয়ে অভ্যুত্থান করে। এরপর দেশটির সাধারণ জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সাধারণ জনগণ সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়েছে। কাচিনের স্বাধীনতাকামী সংগঠন কেআইও তখন থেকে জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

ঢাকা, ২৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ