Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
পাকিস্তানে উপনির্বাচন...

৮ আসনের ছয়টিতেই জয় ইমরান খানের

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০২২, ০৭:৫৬

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

লাইভ ডেস্ক: আট আসন নিয়ে পাকিস্তানের সর্বশেষ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের এই আটটি আসনের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় সোমবার অনানুষ্ঠানিক ফলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে, গতকাল রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ সামগ্রিকভাবে মসৃণ হলেও পরে খাইবার পাখতুনখোয়ায় পিটিআই এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্লেষকরা ধারণা, পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে বেশ সোচ্চার এবং উপনির্বাচনে সাবেক এই প্রধানমন্ত্রীর জয় আগাম ভোট নিয়ে দেশটির বর্তমান সরকারকে বেশ চাপের মধ্যে ফেলবে।

এদিকে, আগামী বছরের অক্টোবরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই দেশটিতে আগাম নির্বাচন চান ইমরান খান। এ জন্য সরকারকে চাপ দিতে রা লং মার্চ ঘোষণা দেওয়ার কথা ভাবছেন ইমরান খান।

ঢাকা, ১৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ