Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১ সেপ্টেম্বার ২০২২, ০৪:০৭

করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ

লাইভ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৭)। করোনা শনাক্ত হওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আল-জাজিরা।

মাহাথিরের কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তার চিকিৎসা দলের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন পর্যবেক্ষণের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাহাথিরের কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের অন্তত তিনটি ডোজ নিয়েছেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাহাথির মোট দুই বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর ২০১৮ সালের মে মাসে ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের কারণে জোটের পতনের পর তিনি দুই বছর পর পদত্যাগ করেন ।

গত শনিবারই তিনি গেরাকান তানাহ এয়ার নামক নতুন রাজনৈতিক দল নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

ঢাকা, ৩১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ