Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাঝ আকাশে হাতাহাতি, দুই পাইলট বরখাস্ত

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২২, ০০:০৭

মাঝ আকাশে হাতাহাতি

লাইভ ডেস্ক: মাঝ আকাশে উড়ন্ত বিমানে ঝগড়া ও হাতাহাতি করার দুই পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ঝগড়ার জেরে উড়ন্ত বিমানের ককপিটের মধ্যে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপর জনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। পরে ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে ঢুকে অবাক বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করতে পারেন সে জন্য বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।

এ বিষয়ে এয়ার ফ্রান্সের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তবে পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই তাদের ঝগড়া থামানো হয়।

তবে পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই।

ঢাকা, ২৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ