Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২২, ২১:৫৯

অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর

মিশর প্রতিবেদক: এখন থেকে বাংলাদেশি নাগরিকদের শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর। বৃহস্পতিবার কায়রোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

গত ১৫ আগস্ট মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, এখন থেকে বাংলাদেশিরা শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, তারা মিশরে অন অ্যারাইভাল ভিসা পাবেন। আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। তবে মিশর ভ্রমণে আগ্রহীদের এ সার্কুলার সঙ্গে রাখারও অনুরোধ জানানো হয়েছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

ঢাকা, ২৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম//কেএ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ