Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ০২:৪২

বন্যা ও ভূমিধস

লাইভ ডেস্ক: ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। হিমাচল, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে দেশটির হিমাচল প্রদেশের অন্তত ২২ জন। এর মধ্যে একই পরিবারে ৮ সদস্য রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন।

উত্তরাখণ্ডে মারা গেছেন চারজন। নিখোঁজ রয়েছেন ১০ জন। বিভিন্ন জায়গা থেকে অন্তত ১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ওড়িশায়ও চারজনের মৃত্যু হয়েছে। এ রাজ্যে অন্তত ৫০০টি গ্রাম পানিতে ডুবে গেছে। সাড়ে ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। এ রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন মাটির দেয়াল ভেঙে এবং দুইজন নদীতে ডুবে মারা গেছেন।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারেও দেশটির পশ্চিম মধ্য প্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা, ২১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ