Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
হামলার কারণও জানা যায়নি

নিউইয়র্কে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগ

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২২, ০৯:১৮

নিউইয়র্কে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগ

লাইভ ডেস্ক: ম্যান বুকারজয়ী বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগ মিলেছে। আজ শুক্রবার নিউইয়র্ক স্টেটে এ হামলা চালানো হয়েছে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন। খবর বিবিসির। হামলার সময় শিটোকোয়া ইনস্টিটিউশনে তিনি এক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান রুশদিকে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। এমন সময় এক ব্যক্তি মঞ্চ উঠে এই হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা একজনকে দৌড়ে মঞ্চের দিকে যেতে দেখেন। সালমান রুশদিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি তাকে ঘুষি মারেন অথবা ছুরিকাঘাত করেন।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, এ সময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন।

সেখানে উপস্থিত লোকজন হামলাকারীকে থামাতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। ইসলাম ও মহানবী (সা) এর ব্যাপারে বাজে মন্তব্য করে ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই লেখক সালমান রুশদি অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছিলেন।

মুসলিম সমাজ এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করতে ও ওই বাইটি নিষিদ্ধেরও দাবী জানিয়ে আসছিলেন। সম্প্রদায়িক উস্কানী ও ইসলাম ধর্মের প্রচারক হযরত মহানবী (সা) এর বিরুদ্ধে বইটি লিখেছিলেন।

সালমান রুশদির বর্তমান অবস্থা কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখনও জানা যায়নি কেন হামলা করা হয়েছে।


ঢাকা, ১২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ