Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা চৌকিতে গোলাগুলি, সেনাসহ নিহত ৫

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০২:১৯

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা চৌকিতে গোলাগুলি

লাইভ ডেস্ক: ভারত শাসিত জম্মু-কাশ্মিরে সেনা চৌকিতে জঙ্গি হামলায় ভারতীয় সেনাবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় ২ হামলাকারীও নিহত হয়েছেন। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের আগে কঠোর নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে এই হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

জানা গেছে, রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এক সেনা কর্মকর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েক জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা আত্মঘাতী দলের সদস্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদস্য। তবে ওই এলাকায় সাম্প্রতিক সময়ে জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে।

২০১৬ সালের ২ জানুয়ারি দেশটির পাঞ্জাবের পাঠানকোট সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় বিচ্ছিন্নতাবদীরা। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলতে থাকা লড়াইয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়। এরমধ্যে ৬ ছিলেন নিরাপত্তারক্ষী। একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। সে সময় নিহত হয় ৬ হামলাকারীও।

ঢাকা, ১১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ