Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিহত ২০

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ২২:৪৩

বরযাত্রীবাহী নৌকাডুবি

লাইভ ডেস্ক: পাকিস্তানের মধ্যাঞ্চলে একটি নদীতে শতাধিক যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২০ জন মারা গেছে এবং আরও ৩০ জন নিখোঁজ রয়েছে। সোমবার (১৮ জুলাই) সরকারের এক বিবৃতিতে জানানো হয়, সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ডুবে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীদের বেশির ভাগই নারী ও শিশু। প্রায় ৯০ জনকে ডুবুরিরা উদ্ধার করেছে। নৌকাটির যাত্রীরা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন ছিল এবং তারা নদীর ওপারে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমরা এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করেছি এবং তাদের বেশির ভাগই নারী।

তিনি বলেন, নৌকায় ঠিক কতজন লোক ছিল, তা আমরা নিশ্চিত নই। আমরা পরিবারের সদস্য সংখ্যা গণনার ভিত্তিতে একটি ধারণা পাচ্ছি।

সরকারের বিবৃতিতে বলা হয়, একটি রাষ্ট্রীয় উদ্ধারকারী পরিষেবার প্রায় ৩৫ জন ডুবুরি নদীতে থাকা আরও লোকেদের বাঁচাতে এবং খুঁজে পেতে উদ্ধার অভিযান চালিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন। সূত্র: আলজাজিরা

ঢাকা, ১৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ