Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ

প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ০১:০৬

শিনজো অ্যাবে গুলিবিদ্ধ

লাইভ ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির নারা শহরে একটি ইভেন্টে তাকে পিছন থেকে গুলি করা হয়। এতে তিনি লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এদিকে এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

জাপানের স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার পশ্চিমাঞ্চলীয় নারা শহরে জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণের সময় গুলি চালানো হয়। এতে তিনি ঘটস্থলেই জ্ঞান হারিয়ে পড়ে যান, সেসময় তাকে ডাকা হলেও সাড়া দিচ্ছিলেন না।

অন্যদিকে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

তবে স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিনজো আবের সম্ভবত ‘কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট’ হয়েছে। সাধারণত চিকিৎসক আনুষ্ঠানিকভাবে কাউকে মৃত ঘোষণার আগে এই শব্দটি ব্যবহার করা হয় জাপানে।

ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ