Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আফগানিস্তানে নারীদের নেকাব পরে টিভিতে খবর পড়ার নির্দেশ

প্রকাশিত: ২০ মে ২০২২, ০৪:৩৬

ছবি: সংগৃহীত

লাইভ ডেস্ক: আফগানিস্তানে নারী উপস্থাপকদের টেলিভিশনে সম্প্রচারের সময় মুখ ঢেকে রাখার (নেকাব) নির্দেশ দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। বুধবার মিডিয়া আউটলেটগুলোকে এ সংক্রান্ত ডিক্রি সম্পর্কে জানানো হয় বলে দেশটির ধর্মীয় পুলিশের একজন মুখপাত্র বিবিসি পশতুকে জানিয়েছেন।

সব নারীকে জনসমক্ষে মুখে নেকাব পরতে বা শাস্তির মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়ার দুই সপ্তাহ পর এ ঘোষণা এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আফগানিস্তানে নারীদের উপর নিষেধাজ্ঞা কঠোর করা হচ্ছে। পুরুষ আত্মীয়দের ছাড়া একা নারীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা করা হয়েছে; একইসঙ্গে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নতুন ডিক্রিটি টুইটারে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। অনেকে এটিকে উগ্রবাদ প্রচারের জন্য তালেবানের আরেকটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

একজন সমাজকর্মী টুইট করেছেন, ‘বিশ্ব মানুষকে কোভিড থেকে রক্ষা করার জন্য মুখোশ মোতায়েন করে। তালেবানরা নারী সাংবাদিকদের মুখ দেখা থেকে মানুষকে রক্ষা করার জন্য মুখোশ মোতায়েন করে। তালেবানদের জন্য নারীরা একটি রোগ।’

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ