Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বিলাওয়াল!

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৭:৫৮

বিলাওয়াল ভুট্টো জারদারি

ইন্টারন্যাশনাল লাইভ: এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলাওয়াল যে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এমন ইঙ্গিতও দিয়েছেন ক্ষমতাসীন পিএমএলএনের নেতারা।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পিএমএলএনের নেতা রানা সানাউল্লাহ আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের জানান, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। জোটের শরিকদের মধ্যে আলাপ আলোচনা শেষে এটাই সিদ্ধান্ত হয়েছে।

এসময় তিনি আরও বলেন, তবে আমি নিশ্চিত নই যে- শেহবাজ শরিফের মন্ত্রীপরিষদের অংশ হতে যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। মিত্রজোটের মধ্যে মন্ত্রী পদ বিতরণ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, পার্লামেন্টে প্রতিটি দলের দখলে থাকা আসনের অনুপাতে এসব পদ দেয়া হবে। এর মধ্যে পিপিপি পাবে ১১টি পদ। পিএমএলএন পাবে ১৪টি পদ। এর আগে মন্ত্রীপরিষদে যোগ দেয়ার সিদ্ধান্ত অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ